স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর শনিবার সকাল সকাল ১০টার দিকে উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে ছাত্র,শিক্ষক,উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।
"উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তৃতা করেন, ডাঃ আরো মিনুল ইসলাম, ডাঃ হুমায়ুন কবির নয়ন,সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,যুবউন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস,সাংবাদিক আজগর হোসেন সাব্বির,দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাগর সেন,গোপাল চন্দ্র মন্ডল,তনুবালাসহ অনেকে। সভাটি পরিচালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.