মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক: ভোলায় বিসিএস ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরিক্ষা উপলক্ষে ওরিয়েন্টিশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৯ ডিসেম্বর বিকাল ৩ টায় ভোলার মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিলনের সভাপতিত্বে মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়মে এ ওরিয়েন্টিশন ক্লাস অনুষ্ঠিত হয়।এসময় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস ফাউন্ডেশনের পরিচালক ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক এম এ হালিম। স্বাগত বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা সবাই স্বপ্ন দেখি একটি চাকরির আর সেই স্বপ্ন বাস্তবে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে সাধারণ জ্ঞান থেকে শুরূ করে প্রতিটি বিষয়ে মনযোগী হতে হবে।
তিনি বলেন,আমরা বলিনা আমরাই সেরা তবে যত্ন নেই সবার চাইতে বেশি।এম এ হালিম বলেন,প্রাথমিক সহকারি
শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২৩ এ সফল হতে হলে পূর্বের প্রশ্ন অবশ্যই তোমাদের বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে পড়তে হবে এবং ইংরেজি,গণিত,বাংলা,বিজ্ঞান সহ প্রতিটি বিষয়ে পারদর্শী হতে হবে।
তিনি আরো বলেন,আমি ভোলার মানুষের কথা চিন্তা করে ২০১৮ সালে বিসিএস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি সেই থেকে এখনো চলছে,২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিএস ফাউন্ডেশন এর শিক্ষার্থীদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষায় ৪২ জন,নিবন্ধন এমপিও ভুক্ত প্রায় ৫০ জন,ব্যাংকে ৩ জন,এলজিইডিতে ২ জন,কর্মসংস্থান ব্যাংকে ৩ জন,একটি বাড়ি একটি খামারে ৩ জন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর চাকরি হয়েছে।
এ সফলতার পেছনে রয়েছে পাঠদানের এক অভিনব কৌশল। বিসিএস ফাউন্ডেশনে সপ্তাহে ৩ দিন ক্লাস এবং বাকি ৩ দিন ইংরেজি ও গনিত বিষয়ে জম্পেশ গ্রুপ ডিসকাশন হয়ে থাকে।
সাপ্তাহিক ৪ টি ক্লাস টেস্ট এবং ২ টি মডেল টেস্ট পরিক্ষা নেওয়া হয়। এছাড়া গণিত ও ইংরেজি দূর্বলদের জন্য বিশেষ ক্লাস। যার ফলে একজন মধ্যম মানের শিক্ষার্থীও স্বল্প সময়ের মধ্যে গণিত ও ইংরেজির ভীতি কাটিয়ে হয়ে উঠে একজন আত্মবিশ্বাসী জব ক্যান্ডিডেট এবং নিশ্চিত করতে পারে তার কাঙ্ক্ষিত সাফল্য।
তিনি জানান,বর্তমানে বিসিএস ফাউন্ডেশনের উদ্যোগে বিসিএস,পিএসসি,নন ক্যাডার,এনটিআরসিএ, প্রাইমারি,ব্যাংক,সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে।যা ভোলায় জব কোচিং সেন্টার থেকে সর্বোচ্চ ধাপ অতিক্রম করেছে।
তিনি আরো বলেন,বিসিএস ফাউন্ডেশনের আয়কৃত অর্থের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের পাঠদান,চিকিৎসা সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভোলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক এ কে এম হাসান উল্যাহ মিঠু,জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ সিরাজুল ইসলাম,জাতীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.