মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে র্যাবের অভিযানে ১৬শ ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের আমিরপাড়ার আলহাজ্ব নুর মিয়ার ছেলে সােলেমান হায়দার (৪৫) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।
সােমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটিদল তাদেরকে গ্রেপ্তার করে।
র্যাব-১২ এর (সিরাজগঞ্জ) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনায় গাংনী ক্যাম্প কমান্ডার এবং সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্ব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সােমবার সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিষয় জানান গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ মনিরুজ্জামান।
র্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান,মাদক কারবারিরা তেরাইল বাজারে অবস্থান করছে,এমন গােপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানাে হয়। অভিযানে গ্রেপ্তারকৃত সােলেমান হায়দারের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবাস ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৬শ ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ সােমবার দুপুরে তাদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.