প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৭:৫১ পি.এম
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ভালুকার স্বতন্ত্রপ্রার্থী এম.এ ওয়াহেদ
আসাদুজ্জামান জামাল, ভালুকা প্রতিনিধিঃ আপিলে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ভালুকার স্বতন্ত্রপ্রার্থী এম.এ ওয়াহেদ। আপিল শুনানির ২য় দিনে ১৫৬,ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ ওয়াহেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১১ ডিসেম্বর (সোমবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতা দেখিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এম. এ. ওয়াহেদের মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা করেন । পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে তিনি আপিল করেন ।
আজ নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধতা পেয়ে এম.এ ওয়াহেদ তার ব্যাক্তিগত ফেজবুক আইডি থেকে তিনি পোষ্ট করেন প্রিয় ভালুকাবাসী আপনাদের সকলের দোয়া ও অকুন্ঠ সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল এর মাধ্যমে নির্বাচন কমিশন এ মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালবাসার কাছে চিরদিন ঋণী। সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.