বাঁধন প্রধান, পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ে এবার শীতের দেখা মিলেছে একটু দেরিতে। তবে গত রবিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জেলার পথঘাট। সেই সঙ্গে কমে আসছে তাপমাত্রাও। গত কয়েক সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন বিরাজ করছে প্রান্তিক এ জেলায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কমকতা রাসেল জানান সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে হালকা ঠান্ডা বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন জেলায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। অনেকে খড়কুটো জালিয়ে উষ্ণতা নিচ্ছেন। দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইড জালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। কুয়াশার পরিধি দুপুর থেকে বিকেল পর্যন্ত কিছুটা কম থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা আর সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কুয়াশার পরিধি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.