মোঃ আসাদুজ্জামান সনেট, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে ৩ টি যানবাহন ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। অবরোধে মিছিল থেকে তারা লাঠিসোঠা দিয়ে দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের নিমতলা বাসষ্টান্ড উপজেলা পরিষদের সন্মুখে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে।
জানা গেছে, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। দুপুর ১ টার দিকে মহাসড়কের বড় ব্রিজ থেকে নিমতলা বাসষ্টান্ডে আসা মিছিল থেকে দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। হামলার সংশ্লিষ্টতায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ ৪ জনকে আটক করেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেছে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.