সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটতলীতে বিশ্বের একটি অন্যতম বিদেশী অনুদান বিহীন বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর মহারাজাহাট ব্রাঞ্চের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প করা হয়। ক্যাম্পের উদ্ভোধন করেন সংস্থাটির জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার একরামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির বালিয়াডাঙ্গী অঞ্চলের আরএম নজমল হক, মহারাজাহাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আবু সুলতান, মহারাজাহাট ব্রাঞ্চের স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্থ ইনচার্জ রকসানা ইসলাম (রুপা) সহ স্বাস্থ্য সহকারীগণ।
দিনব্যাপী এই ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয় সুবিধাবঞ্চিত শতাধিক ব্যাক্তিদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.