মোঃ আসাদুজ্জামান সনেট, কালীগঞ্জ প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে শহীদ বুদ্ধিজিবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূষন রোডস্থ অ’’লীগের দলীয় কার্ষালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
সভাতে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ন-আহব্বায়ক সাখাওয়াৎ হোসেন ও সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বজলুর রশিদ নান্নু সহ আ’লীগের অন্নান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে ঘৃণ্যতম হত্যাকান্ড ঘটেছিল। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্থানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ বুদ্ধিজীবিদের হত্যা করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.