মোঃ শরিফুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয়ের ৫২ বছর পূর্তিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে শহীদদের স্মৃতির স্মরণে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন সহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , স্মার্ট কার্ড প্রদান, ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে ।
শনিবার লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্ত্বর মাঠে এই সব কর্মসূচী অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর । উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ও লাবনী সুলতানা প্রমুখ । অনুষ্ঠান শেষে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয় ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.