স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিরমধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। ১৬ ই ডিসেম্বর প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে একএিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করাহয় । উপজেলা নির্বাহী অফিসার জয়দেবচক্রবর্তীর নেতৃত্বে সহকারি কমিশনার ভূমি পাপিয়া সুলতানা দাকোপ থানাপুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের প্রিস্নিপাল সাগর সেন সকাল সাড়ে ছয়টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে আটটায়আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শিশু কিশোরদের ক্রীড়ানুষ্ঠান। সুবিধা জনক সময়ে উপজেলার সকল মসজিদের মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধ শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং প্রর্থনা করা হয়।স্ব স্ব প্রতিষ্ঠানে হাসপাতাল, এতিমখানা ও থানা হাজত খানায় উন্নতমানের খাবার পরিবেশন।চালনা বাজার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, উপজেলা পরিষদ চত্বরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।পরবর্তীতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.