মোঃ মিজানুর রহমান (কালু), পুঠিয়া উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হলদে ছেয়ে গেছে বেড়দ্ধ ফসলের মাঠ,শীতের প্রকৃতিতে যেন বাসন্তী রং লেগেছে সকালে ঘন কুয়াশার চাদর সয়ে গেলেই দৃশ্যমান হয় মাঠের যশ্ন মেমছিল গুঞ্জরণ,প্রর্ণরপ্রেমীয়া বিষ্ণু সময়ের জন্য থমকে দাঁড়ায় চমদিকে যেন মংদের সমাহার।
ঠিক যেন মনে হচ্ছে রণবধান রাজকুমারীর গায়ে হলুদ। সবই কনেকে দনারের ছাদে দিতে এসেছেন প্রজাপতি, মৌমাছি, হলুদিয়া-নীচমঞ্চ। পাখি, পোকমামড়রাও এসেছে ক্যারেগে। দেখে মনে হচ্ছে এ যেন হলদের মিলনমেলা। সবাই নে একেবারে হুমড়ি,৮ খেয়ে যেন জ্বলে উঠছে।
অবশ ঝাঝালো গ্যাপ থাকডোর নীয়ে তেমন গন্ধ পাওয়া যায় না। অবশ্য বিজ্ঞানী রা একে বহু বিষ্ফারণ প্রাণ বলো বিবেচনা করেন। মেডিকেগের তারায় মূলফুসের উপকার হয় সরিষা মৃতের গ্রহণে কৃষকরা মহাব্যাজ, প্রময় মধু খুঁজে ফিরায়ে ফুলে ফুলে। সরিষা ক্ষেতের মাঝে দড়লে কণে আপনাকে মুগ্ধ করে দেবে।
অল্প দিনের বেলায়্যা সরিষা ক্ষেতে প্রচুর পরিমানে অক্সিজেন থাকে। মিষ্টি গন্ধ কুলিয়ে দিবে শহুরে জীবনযাপনে ঘুরে বেড়ানোর পর সরিঘর মাদকতা তাসের আনুর কতো সব মিলিতে বলা যায়,শরী কিল বিদ্রোহ প্রায় অবশতাধিক ফসলি মাঠ নিয়ে গড়ে ওঠা রাজশাহীর পুঠিয়া সহ বিভিন্ন উপজেলা যেন ফেঈ জলে চাপর দিয়ে ঢেকে দিয়েছে। তবে এবার বিভিন্ন স্থানে বিনা চাষে এবং রিলে পদ্ধতিতে
সরিষার আবাদ করা হয়েছে, ধান কাটার ১৫ দিন আগে বীজ বপন করলে রিলে পদ্ধতি ও কাদামাটিতেও বীজ বপন করা যাবে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ মৌসুমে ৫ ধরনের সরিষা চাষ উল্লেখযোগ্য। ১,বারি-১৪ ২,বারি-১৭ ৩,বারি-১৮ ৪,বিনা-৯ ৫,বিনা-১১,এবারে উপজেলায় মোট ৫১৫৫-হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে।
পুঠিয়া পৌর এলাকায় ১০০ হেক্টর, সদর ইউনিয়নে ১২৫ হেক্টর, বেলপুকুর ৩৫০ হেক্টর, বানেশ্বর ৫১০ হেক্টর,ভাল্লুকগাছি ইউনিয়ন ১৩৭০ হেক্টর,শিলমাড়িয়া ইউনিয়নে ১৪৪৫ হেক্টর, জিউপাড়া ইউনিয়ন ১২৫৫ হেক্টর এবং বিনাচাষ পদ্ধতিতে ১৯৯৫ হেক্টর, এবার প্রতি হেক্টরে প্রায় ১.৮ টন সরিষা বাজার জাত হবে।
তিনি আরো বলেন, প্রনোদনা খাত,রাজস্ব খাদ, বিভিন্ন প্রদর্শনীর এবং বি,সি,এস,সি ডিলারদের মাধ্যমে ১,৮০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিনা পয়সায় দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.