মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম এর সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সহ-সভাপতি এনামুল হক রিংকু, সাধরণ সম্পাদক মো. জসিম জনি, যুগ্ম-সম্পাদক শাহীন আলম মাকসুদ, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুশফিক হাওলাদার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবদুস সাত্তার, জসিম উদ্দিন, আনোয়ার রাব্বী, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানঝট সমস্যা, মাদক, বাল্যবিবাহ, খালদখল, শিক্ষার পরিবেশ, মোবাইল কোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে লালমোহন উপজেলাকে আরও নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.