বিলালুর রহমান, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর-২০২৩ইং, দুপুর ২টায় নিজের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছুটি'কাটা'তে আসা জৈন্তাপুর প্রবাসী গ্রুপ (বিশ্বের বিভিন্ন দেশে) কর্মরত দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ জৈন্তাপুর বাসির প্রিয় সার্বজনীন ঐতিহ্যবাহী স্মারক প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাব পরিদর্শন করেন।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম সদস্য মাওলানা মুজাম্মিল হেলালী, যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের একটি প্রতিনিধি টিম জৈন্তাপুর প্রেসক্লাব পরিদর্শন করতে আসেন।
পরিদর্শন কালে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ তাদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম নেতা মাসুক আহমদ,খলিলুর রহমান, ইফতেখার হোসেন সোহেল, ইমরান আহমদ,রহিমুর রহমান আজম, সুলেমান আজিজ, সাইফুল আলম, জামাল আহমদ, মো: শাহজাহান, মো: শাহিদুল্লাহ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, ইউপি সদস্য মুজিবুর রহমান ।
শুভেচ্ছা বিনিময় কালে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম তিনি জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পিছিয়েপড়া জৈন্তাপুর উপজেলার শিক্ষা, মানব কল্যাণ সহ সমাজ উন্নয়নে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অনেক অবদান রয়েছে। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত জনপদ জৈন্তাপুর উপজেলার হতদারিদ্র অসহায় গরীব এবং জঠিল রোগে আক্রান্ত রোগীদের অনুদান দিয়ে এই প্রবাসী গ্রুপ নানা ভাবে সহায়তা করে আসছেন।
তিনি ভবিষ্যতে প্রবাসী গ্রুপ নেতৃবৃন্দ-কে জৈন্তাপুর উপজেলার গরীব অসহায় মানুষের কল্যাণে সহযোগিতার হাত অব্যাহত রাখার আহবান জানান। প্রবাসী গ্রুপের উন্নয়ন কাজে জৈন্তাপুর প্রেসক্লাব ও এখানে কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে তিনি সবরকম সহযোগিতা করার কথা জানান।
প্রবাসী গ্রুপ নেতৃবৃন্দ দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনজার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)'র সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.