সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনীয় চিত্রে গড়া বিজ্ঞান গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব আকচায় উত্তরবঙ্গের ঐতিহ্য ঐতিহাসিক লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এ গ্যালারির ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব মোহাম্মৎ নাসিমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের বোর্ড প্রধান অতিরিক্ত সচিব মাহাবুবুল ইসলাম, যুগ্ন সচিব পরিমল সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ইএসডিও এর বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীরাসহ প্রমূখ।
এ সময় লোকায়ন জীবনবৈচিত্র্যের বিভিন্ন ঐতিহাসিক উপকরণের গ্যালারি পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.