রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার: ঝালকাঠির জোলার নলছিটি উপজেলার বুধবার ২০ ডিসেম্বর বিকাল ৩ টা সুবিদপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড ইছাপাশা এবং ৭নং নাচলমাহল ইউনিয়নের ডেবরা গ্রাম ৬০ জন হতদরিদ্র গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন । প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এসময় বক্তব্য রাখেনঃ আদর্শ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রায়হান জোমাদ্দার ।
তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এবং আরও বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক আরিফা আদর্শ ফাউন্ডেশন আরো উপস্থিত ছিলেন মোঃ সুমন হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান মিলন ,মোঃ শিহাব হাওলাদার , শান্ত, মোহাম্মদ রিয়াজ হোসেন, মোঃ আরিফ, মোহাম্মদ আসিফ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.