আজিম আলী, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক ও সেচ্ছাসেবীমূলক সংগঠন তারুণ্যের দিশারীর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার শেখপাড়া বাজারে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ১১০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির উপদেষ্টা মো. খয়বর হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠা পরিচালক মো. মিশুক হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও ঝিনাইদহের নির্বাহী পরিচালক মো. সামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মোল্লা, ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসারফ হোসেন। এসময় উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোল্ড ট্রেডিং এল.এল.সি, হাজী মোহাম্মদ আবুল কাশেম।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মিশুক হাসান বলেন, আমাদের সংগঠন পরিচালিত হয় ছাত্রদের দ্বারা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ ধারাবাহিকতায় আমরা কাজ করছি। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
সভাপতি আকাশ আহমেদ বলেন, আমদের সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ পর্যন্ত আমরা ২৫০ জন মুমূর্ষু রোগীকে রক্তদান করেছে। আমরা গরিব অসহায় ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ করি। এছাড়াও আমরা মানুষের বিপদে পাশে দাড়নাের চেষ্টা করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.