মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ২৬টি গাড়ি আটক করা হয় এবং ৩৯টি মামলা দেওয়া হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ভোলা জেলা ট্রাফিক পুলিশের যৌথ টিম গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান পরিচলানা করে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম,ভোলা জেলা ট্রাফিক পুলিশের টিআই(পরিদর্শক) মুশফিকুর রহমান ও এটিএস আই জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের টি আই মুশফিক বলেন,আমরা দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩৯ টি গাড়ি আটক করেছি এবং ৩৯ টি মামলা দিয়েছি তবে ১৩ টি গাড়ি মামলা নিষ্পত্তি করে নিয়ে গেছে,২৬ টি আটক রয়েছে।
তিনি আরো বলেন,মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান স্যারের নির্দেশনায় জেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে।
অবৈধ যানবাহন চলাচল রোধে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান এই কর্মকতা।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে অবৈধ যানবাহন রোধে আমরা অভিযান পরিচালনা করেছি।
বোরহানউদ্দিন একটি গুরুত্বপূর্ণ উপজেলা,এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। তার মধ্যে অবৈধ কাগজপত্র হেলমেটবিহীন মোটরসাইকেল,মাহেন্দ্র,
সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে আর এসব যানবাহনে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে,সেটি যাতে না হয় তাই সার্বক্ষনিক নজরদারি রাখছি।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম বলেন,আমি ভোলায় যোগদানের পরপরই সকল ধরনের অপরাধ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধ ছোট হউক বা বড় হউক অপরাধ হিসেবেই গণ্য,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোলার ভোলা সদর,বোরহানউদ্দিন ও দৌলতখান,তজুমদ্দিন ও লালমোহন,চরফ্যাশন ও মনপুরা ৪ টি নির্বাচনী এলাকার ১০ টি থানার ওসিদের সকল প্রকার নাশকতা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কঠোর বার্তা প্রদান করা হয়েছে এবং অপরাধীরা যাতে অবৈধ যানবাহন চলাচলের মাধ্যমে অপরাধ কর্মকান্ড ঘটাতে না পারে সেই ধারাবাহিতায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.