জয় মহন্ত অলক : উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগ সময়ে পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
হিজরা সভাপতি রুবি আক্তারের নিজ উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার নারগুণ কহরপাড়া গুচ্ছগ্রামে এই অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হিজরা সভাপতি রুবি আক্তার, সহ-সাধারণ সম্পাদক সোহানা আক্তার, প্রচার সম্পাদক রুমাসহ অন্যান্যরা।
সেখানে ঐ এলাকার সহ আশপাশের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
কম্বল নিতে আসা অসহায় মানুষেরা বলেন এই শীতে আমরা কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। এই প্রথম আমরা হিজরা পাড়া থেকে কম্বল পেলাম যেটা এর আগে কখনো আমরা পাইনি। আমাদের জেলায় শীত বেশি অন্যরা তো আমাদের কোন খোঁজ খবর নেয় না। আমরা কিভাবে এত শীতের মধ্যে দিন যাপন করছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দীর্ঘায়ু কামনা করছি। তবে অন্যান্য মানুষদের এই গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তৃতীয় লিঙ্গের সভাপতি রুবি আক্তার
জানান সদর উপজেলার গুচ্ছগ্রামে এখানে অনেক গরিব মানুষ আছে যারা শীতে দিন যাপন করছে। আমি খোঁজ নিয়ে দেখি তারা এই শীতে এখন পর্যন্ত কম্বল কারো কাছে কোন কম্বল পাইনি। তাদের এই কষ্ট দেখে আমি নিজেই টাকা দিয়ে কম্বল কিনে এনেছি।
তাদেরকে সকলকে নিয়ে আজ কম্বল বিতরণ করেছি। এদের মধ্যে অনেকেই রয়েছে বিধবা ও অসহায় তাদের কেউ নেই খুব কষ্টকর জীবন যাপন করছে। তাই আমি আমার নিজের উদ্যোগে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। এবং আরো শতাধিক মানুষকে আমার নিজ উদ্যোগে তাদেরকে কম্বল দিব। এবং এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো সেই সাথে তাদের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.