এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে চার উপজেলায় পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা।
নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে মাইকিং, পোষ্টারিং, ও ব্যানার ফেষ্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রার্থী ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চলছে উঠান বৈঠক ও আলোচনাসভা।
প্রচারণার বাইরে এবার গানে গানে ও ছন্দে ছন্দে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। জনপ্রিয় সব গানের আদলে নির্বাচনী প্রচারের সুরে সুরে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর-৬ আসন । এবার দ্বাদশ নির্বাচনে এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করছেন।
এসব প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি,সড়ক। প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে প্রচারণা আর প্রচারণায় চলছে নানা বৈচিত্র্য। বিশেষ করে প্রার্থীদের পক্ষে প্রচারণার গানে গানে মুখরিত হয়ে উঠেছে গোটা চার উপজেলা।
বৈচিত্র্যময় ও জনপ্রিয় পল্লীগীতি, ভাটিয়ালি, লোকসংগীত, পুরনো দিনের গান ও আঞ্চলিক গানের অনুকরণে প্রার্থীদের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বাজানো হচ্ছে রেকর্ডকৃত গান।
গানের মাধ্যমে এই প্রচারণায় শ্রোতারা বিরক্ত না হয়ে বরং পছন্দনীয় সুরের মূর্ছনা অনুভব করছেন, আবার অনেকে বিরক্ত হলেও নিরুপায় হয়ে মেনে নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.