মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরায় উৎপাদন বাড়লেও দাম কমছে না শীতকালিন শাক সবজির। বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে অধিকাংশ শীতকালিন সবজির দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেশি। এতে বাজারে গিয়ে শীতকালিন সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষের।
চলতি মৌসুমে জেলায় সবজির আবাদ বাড়ড়লেও ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, সাতক্ষীরার উৎপাদিত অধিকাংশ সবজি চলে যাচ্ছে জেলার বাইরে। ফলে স্থানীয় চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় ভরা মৌসুমে দাম কমছে না শীতকালিন শাক সবজির।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা সদরের সবচেয়ে বড় কাঁচা বাজারের আড়ৎ শহরের সুলতানপুর বড়বাজারের কয়েকটি পাইকারি সবজির আড়ত ঘুরে জানা গেছে, বেগুন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি, ফুলকপি ৪৫ টাকা, মেটেআলু ৫৫ টাকা, সিম ৪৫ টাকা, গাজর ৪০ টাকা, ওলকপি ৩৮ টাকা, বাঁধাকপি ২০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, টমেটো ৪৫ টাকা, নতুন আলু ৬৮ টাকা দরে। খুচরা বাজারে এসব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০টা বেশি। গত বছর এসময় এসব সবজির দাম প্রায় অর্ধেক ছিল।
বাজারে সবজি ক্রেতা পুরাতন সাতক্ষীরার মোঃ শওকত হোসেন জানান, ভরা মৌসুমে বাজারে সবধরনের সবজির দাম বেশি। গত শীত মৌসুমে যে বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে ক্রয় করেছি খুচরা বাজার থেকে তা আজ ৬৫ টাকা দরে কিনতে হলো। একই ভাবে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে সিম, ফুলকপি ও টমেটো। এখন চারিদিক থেকে বাজারে ফুলকপি ও সিম উঠছে অথচ প্রতি কেজি সিম কিনতে হচ্ছে ৫০ টাকা আর ফুলকপি ৫৫ টাকা দরে।
ক্রেতা ফেরদৌস হোসেন জানান, অন্যান্য শীত মৌসুমে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে তিন থেকে ৪ প্রকার সবজি কেনা যেত। বর্তমান ২৫০ থেকে ৩০০ টাকাতেও কুলানো যাচ্ছে না সবজির বাজার। বাজারে সবজির দাম বাড়তি থাকায় বাজার করতে এসে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে।
সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, সাতক্ষীরায় উৎপাদিত সবজি জেলার বাইরের মার্কেটে চলে যাওয়ার কারণে এখানে সরবরাহ একটু কম। যে কারণে দামও বেশি। বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমে যাবে বলে জানান এই সবজি বিক্রেতা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জেলায় শীতকালিন সবজির আবাদ বেড়েছে।
সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহ জানান, দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসনের বাজার মনিটরিং সদস্যরাও সবসময় বাজার নিয়ন্ত্রণ রাখতে কাজ করছেন। অতিরিক্ত মুনাফার জন্য যে সব ব্যবসায়ী সবজির দাম বাড়তি নিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.