চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালসার গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৬) ও চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে জহুরুল (২৫)।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের নির্দেশে জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সুমন্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর এলাকায় অভিযান চালিয়ে মোল্লাবাড়ির মোড় জীবননগর টু দর্শনাগামী পাঁকা রাস্তার ওপর থেকে মেহেদী হাসান ও জহুরুলকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.