শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১০৮ সাতক্ষীরা- ৪ শ্যামনগর ও কালিগঞ্জ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ,এম গোলাম রেজা'র বিজয় নিশ্চিত করতে বিষ্ণুপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় শ্যামনগর ও কালিগঞ্জের জনগনের কল্যাণে উন্নয়ন ও উৎপাদনের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা। নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন
রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ক্ষুধার্ত নই। আমি শুধুমাত্র জনকল্যাণে জীবনের বাকী সময়টুকু নিজেকে বিলিয়ে দিতে চাই।বিগতদিনে এই জনপদের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতিকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবো। বিশাল এই জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিঃ ইউনুস আলী, এ্যাডঃ এম সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল ইসলাম, নুরুজ্জামান গাজী, শাহিনুজ্জামান রিপন ,আলম শানা, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, আটুলিয়া ইউপির নেতা আমিনুর রহমান, সম আবু ঈসা, নাসির উদ্দীন, মাওঃ উমর ফারুক, আবুল বাসার, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ। সভায় অংশগ্রহণ করেণ নারী পুরুষসহ হাজার হাজার জনতা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.