সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে বীরবিক্রম মিনি মিউজিয়ামে এখন কিশোরী ব্রিগেড ফোর্স'র অস্থায়ী কার্যালয় কয়ায় মুক্তিযোন্ধাদের ক্ষোভ।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শওকত আলী সরকার বীরবিক্রমের স্বরণে ও চিলমারীর পুরাতন ঐতিহ্য সংগ্রশালা হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পাবলিক লাইব্রেরির ভবনে 'বীরবিক্রম মিনি মিউজিয়ামটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৩ সালে উদ্বোধন করা হয়।
উদ্বোধনের এক বছর যেতে না যেতেই বীরবিক্রম মিনি মিউজিয়ামটি বুধবার সকালে কিশোরী ব্রিগেড ফোর্স'র অস্থায়ী কার্যালয় হিসাবে সাইনবোড টাঙ্গিয়ে উদ্বোধন করায় মুক্তিযোন্ধা ও সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চিলমারীর ইতিহাস, সংস্কৃতি, কালের সাক্ষীসহ মুক্তিযুদ্ধের দূর্লভ চিত্রশিল্পী ফুটে তোলা হয়েছে এই মিউজিয়ামটিতে। এতে স্থানীয় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং চিলমারী সম্পর্কে জানতে পারবেন।
সকালে মিনি মিউজিয়াম টি দখল করে 'উপজেলা কিশোরী ব্রিগেড ফোর্স'র অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী প্রমূখ।
কিশোরী ব্রিগেড ফোর্সের এর সভাপতি রাইয়াত মারিয়া সরশী বলেন, আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছি। উনি আমাদের অনুমতি পত্র গ্রহণ করেছেন।
বীরবিক্রম মিনি মিউজিয়ামের দায়িত্বে থাকা সুমিত্রা রাণী জানান, এবিষয়ে আমার জানা নেই, তবে গতকাল তারা আমাকে চেয়ারম্যানের স্বাক্ষরিত অনুমতি পত্র দেখিয়েছিলেন।
উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহবায়ক বদিউজ্জামান বদরুল বলেন, একজন বীরবিক্রমের নামে একটি মিউজিয়াম সেটি অন্য কোনো সংগঠনের ব্যক্তিগত কার্যালয় হতে পারে না।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। কারণ মিউজিয়ামে ইতিহাস ঐতিহ্যের কিছু আলোকচিত্র আছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীরবিক্রম এর নাম এ মিউজিয়ামের নামকরণ করা হয়। যেসব দেখে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন। সেখানে অন্যকোন প্রতিষ্ঠানের অফিস কি ভাবে হয় তা আমাদের বোধগম্য নয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু জানান, মিউজিয়ামের কার্যালয়ের কক্ষ বাইরের কোনো সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে পারে কি না বা কত টুকু যুক্তিসঙ্গত তা আমার জানা নেই। তবে এটা মোটেও ঠিক হয়নি।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানান, তারা আবেদন করেছিল। এর প্রেক্ষিতে এক মাসের জন্য কক্ষ টি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, নির্বাচনী মিটিংয়ে আছি বিষয়টি জানা নেই, তবে একজন ফোন করেছিলেন বিষয়টি নিয়ে। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
এদিকে স্থানীয় অনিবন্ধিত সংগঠন 'উপজেলা কিশোরী ব্রিগেড ফোর্স'র ২০২১ সাল থেকে চিলমারী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ, ব্যক্তিগত সুরক্ষা, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ সর্বোপরি নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.