মোঃ মিজানুর রহমান (কালু): রাজশাহীর পুঠিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে প্রায় ৪০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে,বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
মঙ্গলবার (৯-জানুয়ারি) সকাল ১১ টার সময় লস্করপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় দেখা যায়, সেখানে উপজেলার আরো বহু গরীব মানুষদেরকে দেখা যায় কম্বল নেয়ার জন্য ভিড় জমাতে,একটি করে কম্বল পেয়ে সাধারণ ওই শীতার্ত মানুষেরা অনেক খুশিও হয় এবং অনেকে ই সেনাবাহিনীর হাত থেকে শীতবস্ত্র দিতে পেরে তারাও গর্ব বোধ করছেন।
এসব সাধারণ মানুষরা বলছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী,সেনাবাহিনীর মাধ্যমে আমরা কম্বল পেয়ে খুব খুশি। আমরা আমাদের বাহিনীকে খুব বেশি ভালোবাসি।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিগ্রেডিয়ার জেনারেল, মহসিন রেজা,লেফটেন্যান্ট কর্নেল, শামীম আহমেদ,মেজ র, জুয়েল আহমেদ,ক্যাপ্টেন, দোহা আল বাসিত,পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, নুর হোসেন নির্ঝর। পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ফরিদুল ইসলাম সহ, সেনাবাহিনীর আরব কর্মকর্তা ও কর্মচারী গণ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.