মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: ঈদগাঁওতে দুইদিন ব্যাপী বায়ান্নতম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ বুধবার শুরু হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ সহ দুইটি ভেন্যুতে সকালে এ প্রতিযোগিতার আয়োজন করেছে কক্সবাজার সদর উপজেলা উত্তর জোন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন উত্তর জোনের আহ্বায়ক নুরুল আমিন। উপস্থিত ছিলেন সদস্য সচিব শহিদুল হক, সদস্য খুরশীদুল জন্নাত, শফিউল আলম, আনিস মোহাম্মদ আবদুল্লাহ। ইভেন্টের মধ্যে ছিল ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ইভেন্টে অংশ নেয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও পালাকাটা গোলজা বেগম মডেল দাখিল মাদ্রাসা। অপর ভেন্যুতে ভলিবলে অংশ নেয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। এতে একক ও দ্বৈতে (বালক-বালিকা) ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন কালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুপার, ক্রীড়া শিক্ষক সহ সংশ্লিষ্ট প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় ১০ ওভারে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এতে বিজয়ীরা দক্ষিণ জোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.