মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে শিক্ষার মানন্নোয়ন ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১জানুয়ারী ২০২৪ রবিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, লালমোহন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মোসলেউদ্দিন।এসময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শতভাগ ভর্তি, ইউনিক আইডি প্রাপ্তির সুযোগ, স্কুল ইউনিফর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
তিনি উপস্থিত অভিভাবকদের উদ্যেশ্যে আরো বলেন,সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়।সন্তানের বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে প্রতিটি অভিভাবকের তাহলেই সন্তানরা সঠিক পথে এগিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান সঞ্চালন ও সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীবাকর চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.মারুফ হোসেনসহ অন্যান্য শিক্ষক অভিভাবক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.