চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ রবিবার রাত সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গার রেলওয়ে ষ্টেশন ও শহরের বিভিন্ন যাত্রী ছাউনিতে তীব্র শীতে আশ্রয় নেওয়া অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।
চুয়াডাঙ্গা পুনাক এর সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌসের নের্তৃত্বে সহ-সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পুনাক সভানেত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে পুনাকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.