শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহাসিক দেয়া ডি.এম.সি ক্লাব মাঠে ৮দলীয় সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টে দেয়া ডিএমসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্যামনগরের নকিপুর ক্রিকেট একাডেমি।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ডিএমসি ক্লাব মাঠে খেলাটি শুভ উদ্বোধন করেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাসুম হাসান, ক্রিড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ ক্রিড়া সম্পাদক মোঃ শাহিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক উপজেলা কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান জামু, আন্তর্জাতিক ফিফা রেফারি ইকবাল আলম বাবলু , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হাসনাত প্রমূখ।
খেলাটিতে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন ডিএমসি ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও মাকসুদুর রহমান। ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও সাতক্ষীরা ভাষ্যকার অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য মীর মোস্তাক।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সহ-সভাপতি শেখ ইমরান, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শোকর আলী, জাহিদ হাসান, সহ সাহিত্য সম্পাদক হাবিব উল্ল্যাহ, নির্বাহী সদস্য মীর সুলতান মাহমুদ , নির্বাহী সদস্য আব্দুল আলিম প্রমূখ। খেলাটিতে শত শত দর্শকের সমাগম ঘটে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.