পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৬হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে দিয়েছেন পেকুয়া উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন এর নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ড, কুতুবদিয়া কন্টিজেন্টের সহযোগিতায় বিশেষ কোম্বিং অপারেশন পরিচালনা করে পেকুয়া উপজেলা মৎস্য অফিস।
এ সময় অবৈধ ও নিষিদ্ধ জাল নির্মূলকরণ এই অভিযানে ১২ টি বেহুন্দি জাল জব্দ করে প্রায় ৬০০০ মিটার যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। জব্দকৃত জাল গুলো পরবর্তী জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেরিন ফিসারিজ অফিসার, মোহাম্মদ হাসিবুল ইসলাম, কুতুবদিয়া কন্টিজেন্টসহ সংগীয় ফোর্সের কন্টিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেনসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন সাংবাদিকদের জানান , সরকারী নির্দেশনায় দেশের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল নির্মূলকরণ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.