মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টারঃ ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। ইতিমধ্যে , ভোলার পৌরসভায় , শিল্পনগরীতে , গ্যাস পাইপলাইনের মাধ্যমেে সরবরাহ করতে টেন্ডার আহবান করেছি ।
এছাড়া ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশাল হয়ে পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে, বর্ধিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হবে। আজ সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিদের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেসঃ নসরুল হামিদ এমপিি। তার পাশে ছিলেন , ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
২৫ জানুয়ারি ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নসরুল হামিদ, এমপি হেলিকপ্টারে বোরহানউদ্দিনে অবতরণ করেন । এ সময় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি’র আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড থেকে শুরু করে হেলিপ্যাড পর্যন্ত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবি মানুষ ভোলা টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দু'পাশে দাড়িয়ে থাকেন , এবং বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে স্থানীয়রা ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী করেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.