মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির ২০ এক্সটেনশনের অদুরে গহিন পাহাড়ী এলাকা লাল পাহাড় থেকে শরণার্থী শিবিরে অগ্নিকান্ডের ঘটনার মূলপরিকল্পনাকারী আরসার গান কমান্ডার ওসমান ও দুই সহযোগীকে আটক করেছেন র্যাব- ১৫ এর চৌকস আভিযানিক দল। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এই অভিযান চালানো হয়। র্যাব -১৫ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
আটক কৃতরা হলেন উখিয়া বালুখালী ক্যাম্প১৭ এর এইচ ব্লকের ৮৩ নং রুমের ৫০৭২২০ এফসিএন ধারী উসমান প্রকাশ মগবাগি উসমান(৩০), ৭৪ নং রুমের২৮০৫০৪ এফসিএন ধারী আব্দুসালামের ছেলে মোঃ নেছার(৩৩) ও ক্যাম্প -১৮ এর জি ব্লকের ৪৪ নং রমের ২৪৫৪৩২ এফসিএন ধারী কামাল হোসেনের ছেলে ইমাম হোসেন(২২) বলে জানায়।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি মতে তাদের কাছ থেকে সর্বমোট ০৫টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার, ০৬টি ওয়ানশুটারগান, ১৬টি এলজি, ০১টি শর্টগান, ০৬টি এসবিবিএল, ৬৯ রাউন্ড গুলি, ০৩ রাউন্ড খালি খোসা, ৫১.৭১ কেজি বিস্ফোরক এবং ২৮টি ককটেল উদ্ধার করা হয়। উপরোক্ত সন্ত্রাসী রা ক্যাম্প প্রতিষ্ঠার পর থেকে রোহিঙ্গা ক্যাম্প গুলোতেআধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা গুলোতে স্বক্রিয়ভাবে উপস্থিত ও অংশগ্রহন করে নেতৃত্ব দিয়ে নানা অপরাধ কর্ম কান্ড সংগঠিত করে আসছিল বলে র্যাব-১৫ এর গোয়নৃদা নজরদারীতে উঠে এসেছে।
স্বক্রিয় গ্রুপ গুলোতে মোট ৯৮ জন মোস্ট ওয়ারেন্টেট আরসা বাহিনীর সদস্যরা বিভিন্ন কমান্ডারের দায়িত্ব পালন করে সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় সোপর্দ করাহয়েছে বলে নিশ্চিত করেন র্যাব -১৫।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.