মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সজীব নামে এক যুবক হত্যা মামলার ৫ ও ৬ নম্বর আসামী মোঃ আলমগীর(৫০),মোঃ জাহিদ(১৯) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলমগীর ও জাহিদ বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড় পাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই সিজার হোসেনের নেতৃত্বে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ জানুয়ারি রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম এর পতেংগা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ২৬ জানুয়ারি সকালে আসামীদের চট্টগ্রাম থেকে বোরহানউদ্দিনে নিয়ে এসে দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব (২৩) নামে এক যুবক নিহত হন।ওই ঘটনায় নিহত সজীবের বড় ভাই মোক্তার হোসেন ১০ নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার ৫ ও ৬ নম্বর আসামী আলমগীর ও জাহিদ।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার ২আসামীকে কে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে এবং ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.