স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: শীতার্ত মানুষের মাঝে, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন কর্তৃক বরাবরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার, ছয়ঘড়িয়া গ্রামের লিবারেল চার্চ বাংলাদেশ ট্রাস্ট প্রাঙ্গনে, প্রার্থনার মধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পল কামাল হোসেন জোয়ারদার। ২৬শে জানুয়ারি ২০২৪ এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঃ নিক্সন ঘোষ, সভাপতি-বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,কেন্দ্রীয় কমিটি, কার্য নির্বাহী সদস্য- খুলনা জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এজাজ-এস.আই এবং মোঃ ইমতিয়াজ-এস.আই- বটিয়াঘাটা থানা।
সভাপতি তার বক্তব্যে লিবারেল চার্চের নববিশ্বাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সমস্যার কথা চিন্তা করেই, সুদূর ফ্রান্স থেকে, সংগঠনের সাধারণ সম্পাদক- মার্ক রায়, সংগঠনের অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন দেশে বসবাসরত মানবিক মানুষগুলো ভালোবাসার হাত বাড়িয়েছে। লিবারেল চার্চ বাংলাদেশ ট্রাস্ট এর পক্ষ থেকে তিনি বিশেষ ভাবে ধন্যবাদ জানান মিঃ মার্ক রায়,মিঃ ক্যালভিন মণ্ডল, মিঃ বিভাষ বাড়ৈ, মিসেস প্রণতি ক্রুশ,মিসেস লীন্ডা গনসালভেজ, মিসেস রঞ্জনা মুন্সি, ভিনসেন্ট টুটুল গমেজ সহ অন্যান্যদের।
প্রধান অতিথি মিঃ নিক্সন ঘোষ তার বক্তব্যে উল্লেখ করেন, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- মার্ক রায়,দাকোপ এর অন্যতম মানবিক মানুষ। ইতিপূর্বে তার মানবিক ইচ্ছায় দাকোপ এর বিভিন্ন স্হানে দীর্ঘ সময় ধরে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু খুলনাতেই নয়, তার নেতৃত্বে সংগঠনের সদস্যসহ, বিভিন্ন দেশে বসবাসরত তার বন্ধুদের সমন্বিত প্রচেষ্টায়, দীর্ঘদিন তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবিক কাজ করে যাচ্ছেন। তারা প্রবাসে থেকেও দেশের সমস্যাগ্রস্হ মানুষের কল্যাণে কাজ করছে। তিনি এই মহান মানবিক মানুষ গুলোকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরো বক্তব্য রাখেন, চার্চের পালক ও সভাপতি অনাদি মন্ডল, সেক্রেটারি লালু বৈরাগী, মাইকেল অধিকারী, লিমা মন্ডল, রিক্তা মন্ডল, লীলা মন্ডল, অনিমা রানী মন্ডল, উত্তম মণ্ডল সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.