রিফুজ্জামান চাকলাদার: বোয়ালমারীকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার কথা জানালেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি। তিনি বলেছেন, বোয়ালমারীকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা আমাকে ভোট দিয়েছেন, শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন, এই জনপদের উন্নয়ন করা আমার ঈমানী দায়িত্ব।
মন্ত্রী বলেন, এই ফরিদপুর-১ আসনের সবচেয়ে বড় অর্থ লুণ্ঠনকারী ৯২ কোটি টাকা খরচ করেও আপনাদের মাথা কিনতে পারে নাই। কোনো অবৈধ দখলদার, লুটেরার স্থান এই ফরিদপুরে হবে না। এই ফরিদপুরকে একটি শান্তির জায়গা করে যেতে চাই। আর এই তিন উপজেলাকে আমি উন্নয়নের এমন মহাসড়কে নিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে না ভুলে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা নানা প্রলোভনে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদের দলের মুল ধারায় ফিরে এসে ঐক্যবদ্ধ হয়ে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে সবাইকে একই ছাতার নিচে থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। মন্ত্রী দলকে ঢেলে সাজানোর নির্দেশ দেন জেলা আওয়ামী লীগকে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলে নিশ্চই এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে, সত্তিকার অর্থেই স্মার্ট বাংলাদেশ হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যায় বার বার ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে, আওয়ামী লীগের একজন সৈনিক জীবিত থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হবেনা।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলে নিশ্চই এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে, সত্তিকার অর্থেই স্মার্ট বাংলাদেশ হবে।
তিনি আরো বলেন, নির্বাচন অংশগ্রহনমূলক করার লক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তাদের যারা ফেল করেছেন তারা অথর্ব, আর যারা পাশ করেছেন তারা টাকার পাহাড় ছিটিয়ে নির্বাচিত হয়েছেন। আমাদের (আওয়ামী লীগের) যে নির্বাচনী ইস্তেহার ঘোষিত হয়েছে সেই ইস্তেহার পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করবো। ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোসাররফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী শিকদার।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা। এছাড়াও বিশেষ অতিথি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উপজেলাতে প্রথম আসেন তিনি। গণসংবর্ধনাস্থলে প্রাণিসম্পদ মন্ত্রী পৌছালে পুলিশের একটি চৌকস দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোনার নৌকা তুলে দেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর ও এমএ মতিন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.