মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় গণ শিক্ষায় কর্মরত এক নারী নিহত হয়েছেন। এ সময় কর্মজীবী ওই মহিলার স্বামী আহত হয়েছেন। আজ সকাল দশটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়ম খাতুন (৩০)। তিনি পাটকেলঘাটার মনোহরপুর গ্রামের মোঃ আল আমীনের স্ত্রী। নিহতের স্বামী আল আমিন ও (৩২) আহত হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, নিহত মরিয়ম খাতুন সাতক্ষীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী একটি বেসরকারি সংস্থার উপজেলা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
আজ সকাল সোয়া নয়টার দিকে স্বামী-স্ত্রী দুইজন মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে যাওয়ার পথে সাতক্ষীরা খুলনা-মহাসড়কের বিনেরপোতা নামকস্থানে পিছলে মোটরসাইকেল থেকে তারা দুইজন সড়কের উপরে ছিটকে পড়েন।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্ত্রী মরিয়ম খাতুন মারা যান। স্বামী আল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। দুর্ঘটনার পর পরই মরদেহ নিহতের বাড়িতে নিয়ে গেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.