রাম বসাক, শাহজাদপুর: সিরাজগঞ্জ শাহজাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রুতবাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতে বিভিন্ন স্কুল ও কলেজের ৯ টি স্টল রয়েছে আরো থাকছে কুইজ প্রতিযোগিতা,ন বিজ্ঞান বিষয়ক সেমিনার।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন- স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মাট। শাহজাদপুরের মানুষদের স্মাট সিটিজেন হিসাবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মাট উপজেলা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধান, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.