আতাউর রহমান তুহিন, কয়রা (খুলনা) প্রতিনিধি: কেউ তৈরি করেছে ‘ম্যানুয়েল রোবট’। আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র এবং পানির পাম্প তৈরি সহ বিভিন্ন ধরনের আধুনিক আবিষ্কার।
বিজ্ঞান বিষয়ক এরকম একাধিক প্রকল্প নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে গত ইং ০৫-০২-২০২৪ তারিখে সকাল ১০ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদের চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রশীদুজ্জামান (মাননীয় সংসদ সদস্য খুলনা- ৬ কয়রা, পাইকগাছা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম টিপু সুলতান।
উক্ত অনুষ্ঠানে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন - কালনা আমিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়,কপোতাক্ষ মহাবিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গ্রাজুয়েটস্ মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়, কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসা, আমাদী জায়গীর মহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী সেরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভিকেএসএ গিলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, বামিয়া মন্ডল মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বেদকাশী কলেজিয়েট স্কুল, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়, খান সাহেব কোমরউদ্দীন কলেজ, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়,কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ, চান্নিরচক
এল সি কলেজিয়েট স্কুল, এন এ জি ডি কান্তরাম মেমোরিয়াল ইউনাইটেড একাডেমি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.