মোঃ সাইফুর রহমান সজীবঃ বরগুনা জেলার তালতলী উপজেলার গাবতলী ও নকরি খেয়াঘাট এলাকায় বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তালতলী এলাকার নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ কম্বিং অভিযান-২০২৪ উপলক্ষে দিনব্যাপী অভিযানে ৫৬টি বেহুন্দি জাল আটক করা হয়।
বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসালম জানান, এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব এস এম মাহমুদুল হাসানসহ পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে আটককৃত ৫৬টি অবৈধ বেহুন্দি জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.