স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল বলেছেন প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্থ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা।
আমার নির্বাচনী এলাকা দাকোপ-বটিয়াঘাটা উপজেলার গরিব অসহায়, সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি।তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল, আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল চালু হয়েছে, রূপপুর পাওয়ার প্লান্ট ২০২৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে, কর্নফুলি টানেল হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনা-১ আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।
এ ছাড়াও সংসদ সদস্য ননীগোপাল মন্ডল দাকোপ-বটিয়াঘাটার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আজ রবিবার ১১ ফ্রেবুয়ারি সকাল ১০ টারদিকে দাকোপের লাউডোব ফেরিঘাট এলাকায় খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ননীগোপাল মন্ডল এ সব কথা বলেন। ,খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃআবু হানিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম আজিজুর রহমান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আ,লীগের সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানআলহাজ্ব শেখ যুবরাজ,খুলনা জেলাপরিষদ সদস্য সরোজিত কুমাররায়,উপজেলা আ,লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,আবু আহাদ বাবু, ,শেখ মাহমুদুন্নবী,ওহিদুজ্জামান উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এতেশাম রেজা, অপারিত মন্ডল অপু,নিহার মন্ডল, পরিমল রপ্তান,,লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়,সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল,বাজুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায় জয়,সাধারন সম্পাদক হাফিজুর রহমান,জয়ন্ত গাইন,জয় কুমার মানিক,সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.