জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার: গত ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর অনুমান ১টা ৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক অজ্ঞাত নারী সদস্য ৪৮ ঘন্টা বয়সী নবজাতক আরিয়ান, পিতা-মোঃ দীপু মন্ডলকে চুরি করে পালিয়ে যায়।
ঘটনার দিন ঐ অজ্ঞাতনামা বোরকা পরা নারী শিশুটির নানীর সাথে সখ্যতা গড়ে তুলে কোলে নেয় এবং সু-কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়। উক্ত নবজাতক চুরির ঘটনাটি মিডিয়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০ (২)/৮(১)। নবজাতকটি চুরি হওয়ার পরপরই র্যাব শিশুটিকে উদ্ধার ও উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ সোর্স, ঐ অজ্ঞাতনামা নারীর গতিবিধি ও অত্র এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে নবজাতক আরিয়ানকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে এবং উক্ত চাঞ্চল্যকর নবজাতক চুরির ঘটনার প্রধান আসামী মোছাঃ পলি আরা খাতুন (২০), স্বামী-মোঃ হানিফ, ও মোছাঃ মাফুজা (৪০), স্বামী-মোঃ আশরাফুল ইসলাম, উভয় সাং-গোয়ালগ্রাম (মোল্লাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত চুরির সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা প্রতিয়মান হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.