রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা প্রতিনিধিঃ নাটোর নাটোরের বাগাতিপাড়ায় আব্দুল আলী (৭০) নামের এক বৃদ্ধ দিনমজুরের বাড়ির সবকটি ঘর আগুনে পুড়ে গিয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এই ঘটনা ঘটে।
স্বানীরা জানায়, ঘটনার দিন সকালে খাওয়ার পরে চুলায় খেজুরের রস জ্বাল করার জন্য রেখে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী। আর বৃদ্ধ বাড়ির বাহিরে ডালি তৈরির কাজ করছিল। এমন সময়ে ঘরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করতে শুরু করে। তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করে।
কিন্তু তাতে লাভ হয়না, তার আগেই টিনের বেড়ার চারটি ঘর, ঘরে থাকা সমস্ত আসবাব পত্র, ধান, চাল এবং পাট পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে যায় ওই পরিবার। দয়ারামপুর ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জরুল আলম বলেন, খবর পেয়ে সেখানে যাওয়ার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। ধারণা করা হয়েছে চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.