সোহেল তানভীর: আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি। এসময় আব্দুল মজিদ আপেল সাংবাদিকদের বলেন, আমি বর্তমানে ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে দায়িত্বরত আছি।
সবসময় জননেত্রী শেখ হাসিনার আদর্শে চলেছি এবং ঠাকুরগাঁওয়ের সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে আজ মনোনয়ন জমা দিলাম। জয়লাভ করলে প্রতিটি বাজেটের অর্থ সঠিকভাবে কাজে লাগাবো।
জনগনের নিবেদিত প্রাণ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট জেলায় পরিণত করার চেষ্টা করবো এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। মনোনয়ন দাখিলের সময় তার সাথে জেলা আওয়ামী লীগ সহ দলটির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিডি হলে এক দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম সাদেক কুরাইশী'র আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও চেয়ারম্যান শূন্য পদে আরো ২ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। অন্য প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম এ মঈন,সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা ।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.