ওসমান গনি চৌধুরী, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন আবদুল্লাহ আল মামুন নিশাত। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই উপ -কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে প্রবীন রাজনীতিবীদ মোজাফফর হোসেন পল্টুকে। কো-চেয়ারম্যান করা হয়েছে মো. হারুনুর রশিদকে এবং সদস্য সচিব মাশরাফী বিন মোর্তজাকে করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন নিশাত শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতির দায়িত্বপালন করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.