স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোশণা করা হয়েছে। ১৪ ফ্রেবুয়ারি বুধবার বিকেলে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন প্রাপ্তরা হলেন-তারানা হালিম (টাঙ্গাইল) রেজিয়া ইসলাম (পঞ্চগড়), সানজিদা খানম (ঢাকা), শবনম জাহান (ঢাকা), ফরিদা ইয়াসমীন (নরসিংদী), মুন্নুজান সুফিয়ান (খুলনা), রোকিয়া সুলতানা, নাজনীন নাহার (পটুয়াখালী), দ্রৌপদী দেবী আগরওয়াল (ঠাকুরগাঁও), কুহেলী কুদ্দুস (নাটোর), শাম্মী আহমেদ (বরিশাল), আশিকা সুলতানা (নীলফামারি), রুনি রেজা (খুলনা), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), হাসিনা বারি, নাজমা আক্তার, ড. রোকেয়া সুলতানা (জয়পুরহাট), জেবিন মাহমুদ (চাঁপাইনবাবগঞ্জ), বিউটি (ভোলা), অ্যারমা দত্ত (কুমিল্লা), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), ফরিদা খানম (নোয়াখালী), ফরিদা আক্তার (বাগেরহাট), মন্নুজান সুফিয়ান (খুলনা), ডরোথি (খাগড়াছড়ি), ঝর্ণা আক্তার (শরীয়তপুর),ফজিলাতুন্নেছা (মুন্সীগঞ্জ), শেখ আনারকলি পুতুল, হাসিনা বারী (ঢাকা), কানন আরা বেগম (নোয়াখালী), ফারজানা সুমি (বরগুনা), ফজিলাতুন্নেসা (মুন্সীগঞ্জ),বেদুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোণা), দিলারা ইউসুফ (চট্টগ্রাম), শামীমা হারুণ, ওয়াসিকা খানম, কোহেলী কুদ্দুস (নাটোর)। দ্বদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামীলীগ। ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.