ডিআইইউ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় পূজা।
এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী উপভোগ করছেন আনন্দ। পূজা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস।
পূজার দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, রাত ১২টা ১ মিনিটে মণ্ডপ স্থাপন করা হয়। দুপুর ১২টা ১ মিনিটে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় পূজা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.