লিপন খান , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ২টি সরকারি অফিসে যাতায়াতের রাস্তা মাদকসেবীদের নিয়ন্ত্রনে থাকায় সেবা প্রত্যাশীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রযোজনীয় কাগজ করতে এসে দুটি সরকারি অফিসেই সেবা প্রত্যাশী নারী পুরুষ সবাই কার্যত জিম্মি হয়ে পড়েন সংঘবদ্ধ চক্রের হাতে।
সেবা প্রত্যাশীদেরকে সহজে কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ মাদকসেবী চক্র ও তাদের আর্শিবাদ দুষ্ট দলীয় পৰিচয় দানকারী একটি চক্র।
জানা গেছে জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে কাটাবাড়িয়া নামক স্থানে দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এর একটি কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও অপরটি অপরটি কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। সাপ্তাহিক বন্ধের দিন ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শত শত বিদেশগামী যুবক যুবতী ও প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষনার্থীরা ভয়ভীতি আর আতন্কের মধ্যে থাকে।
তবু প্রতিনিয়ত প্রশিক্ষন আর পাসপোর্টের জন্য অফিস দুটিতে যাতায়াত কবতে হয়। দুটি অফিসের কাজের সাথে টাকা পয়সার বিষয়টি জড়িত। তাই সংঘবদ্ধ মাদকসেবীদের নজর এ দুটি অফিসকে ঘিরে। অফিস দুটিতে যাতায়াতের একমাত্র রাস্তাটি অফিস চলাকালীন সময়ে মাদকসেবীদের নিয়ন্ত্রনে থাকে।
ভুক্তভোগীরা এসব বিষয়ে মুখ খুললেও কোন প্রতিকার পায় না। অভিযোগ রয়েছে চিহ্নিত মাদকসেবীরা দলীয় পরিচয়ে
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও পাসপোর্ট অফিসের ভিতরে গিয়ে কর্মরত কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।
অনুসন্ধানে জানা গেছে এ নিয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও পাসপোর্ট অফিসের কর্মচারীরাও আতঙ্কে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি অফিসের কর্মচারীরা জানান, মাদকসেবীরা আসা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে কিংবা দুপাশের কম্পিউটারের দোকানগুলিতে বসে থাকে। সময় ও সুযোগমত তারা ট্রেনিং সেন্টার ও পাসপোর্ট অফিসে আসা যুবকদেরকে জোর পূর্বক কম্পিউটার দোকানে নিয়ে অনলাইনে আবেদন ও অফিসে কাগজপত্র জমা করার নামে টাকা হাতিয়ে নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রাজনৈতিক দলের পরিচয়ে দিন দিন চিহ্নিত মাদকসেবী ও মাদকসেবী চক্র দুটি অফিসকে ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে। মাদকসেবীদের মাদক সেবনের টাকা রোজগাবে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে দুটি সরকারি প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী না থাকায় মাদকসেবী ও মাদকসেবী চক্র এলাকায় কুকর্ম কবেও অবাধে পার পেয়ে যাচ্ছে।
ভুক্তভোগী লোকজন ও সচেতন মহল এসব চিহ্নিত মাদকসেবী ও দলীয় পরিচয় দানকারী মাদকসেবী চক্রের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আজ হস্তক্ষেপ কামনা করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.