মোঃ মজিবর রহমান শেখ: ১৪ ফেব্রুয়ারি বুধবার বিশ্ব ভালোবাসা দিবস। ভালবাসা দিবসেই ঠাকুরগাওবাসী পেল অত্যন্ত আনন্দের এক সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা মনোনীত হয়েছেন।
১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে জানা যায়, ঐ দিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এমপি’র সরকারি বাসভবন গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগারওয়ালার নাম তালিকার প্রথম নাম্বারেই মনোনীত করেন। একই সাথে দেশের মোট ৪৮ জন মনোনীত মহিলা সংসদের নামের তালিকাও প্রকাশ করা হয়। এ খবর শোনামাত্রই দ্রৌপদী দেবী আগাওয়ালার পরিবার ও ঠাকুরগাঁওয়ে সর্বত্রই বইছে আনন্দের বন্যা। ইতিমধ্যে ঠাকুরগাঁওবাসী সহ বিভিন্ন মানুষজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পৌর শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা দ্রৌপদী দেবী আগারওয়ালাকে অত্যন্ত মানবিক, নর্ম, ভদ্র ও দু:সাহসিক নেত্রী বলে মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ও উক্ত পদের জন্য প্রাপ্য ব্যক্তিকেই জনগনের সেবা করার সুযোগ দিয়েছেন বলে মত প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.