এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ৩৯ জন।
বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। বিরামপুর সরকারি বালিকা মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়, টেক্সটাইল ভোকেশনাল স্কুল এবং চাঁদপুর ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া প্রমূখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯ শত ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও জেনারেল শাখায় পরিক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ৪৪১ জনের মধ্যে ২৮জন অনুপস্থিত। ভোকেশনাল পরীক্ষায় ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জনসহ অনুপস্থিত মোট ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন জানান, উপজেলার বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়, টেক্সটাইল ভোকেশনাল স্কুল এবং চাঁদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসএসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.