মোঃ ইকবাল হোসেন: জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দিন মজুরের মেয়ে,আয়েশা আক্তার সীমা। আর তার লেখাপড়ার দায়িত্ব নিলেন,ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার এমপির নিজ বাসভবনে মেডিকেল চান্স পাওয়া ছাত্রী ও তার বাবার সাথে কৌশল বিনিময় করেন এমপি, পরে এমপি আলী আজম মুকুল বলেন, আমার বোরহানউদ্দিনের মেধাবী শিক্ষার্থী চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।
এরপরও তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ। আর এই পথের সারথী হিসাবে আমি থাকবো তার সাথে। তার পড়াশুনার সকল খরচের দ্বায়ীত্ব বহন করবো আমি। আজ তার প্রাথমিক যাত্রাও শুরু করেছি। তার ভর্তি প্রক্রিয়ার যাবতীয় খরচের ব্যবস্থাও করেছি। পরে তাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন। জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বাটামারা গ্রামের দিন মজুর মোঃ শফিক হোসেনের মেয়ে,আয়েশা আক্তার সীমা অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন।
দিন মজুর পিতার সন্তান হয়েও মেয়েটি বোরহানগঞ্জ বাজারের ডোরস স্কুল থেকে এসএসসি এবং সরকারী আব্দুল জাব্বার কলেজ থেকে এইচএসসি পাস করে। চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.