মোঃ খলিলুর রহমান: সাতক্ষীরা আয় কর প্রদানে বিভাগীয় সেরা হওয়ার পরে এবার জেলায় সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার ও সঠিক সময় বিল প্রদান করে উত্তম গ্রাহক মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ উদ্যোক্তা মীর শাহিন হোসেন ।
এ উপলক্ষে গত ১৫ ফেব্রয়ারী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভায় ক্রেস্ট সহ পুরস্কৃত করেছেন জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান। খুলনা -সাতক্ষীরা মহা সড়কের কাপাসডাঙ্গা এলাকায় তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ গড়ে তুলে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থানেরর সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতিতে এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন মীর শাহিন হোসেন ।
গত অর্থ বছরে খুলনা বিভাগের সেরা মুসক ভ্যাট ও আয় কর ভ্যাট প্রদানে সেরা নির্বাচিত হয়েছেন। মীর শাহিন হোসেন বয়েসে একেবারেই তরুণ। মাত্র ৪০ বছর বয়সে কর্মসংস্থান তৈরী সহ শিল্প-কলখারখানা স্থাপন করে উৎপাদনমুখী হয়ে দেশ এগিয়ে নিয়ে যেতে অনন্যতা রেখে চলেছেন। এ বিষয়ে তরুণ উদ্যোক্তা মীর শাহিন হোসেন জানান,নানা সংকটেও উৎপাদন অব্যাহত রাখতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়।দেশের উৎপাদন খাতকে এগিয়ে নিতে সচ্ছতা-জবাবদিহীতা নিশ্চিত করতে সরকারী ভাবে পৃষ্টপোষকতা বৃদ্ধি করা হলে অনেক বেশি বিনিয়োগ করা সম্ভব।সেরার সেরা হতে কায়িক পরিশ্রম সহ সততার সাথে এগিয়ে গেলেই সফলতা আসবেই নিশ্চিত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.